ক্রমেই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতি। দেশের বিভিন্ন স্থানে আক্রান্তের সাথে বাড়ছে মৃতের সংখ্যাও।
আজ (বুধবার) সকালে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আহাদের মৃত্যু হয়। দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে ফাতেমা নামে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে, মেহেরপুর জেনারেল হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা, মোখলেছুর রহমান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি