করোনাভাইরাস শনাক্তের জন্য ঠাকুরগাঁও জেলায় পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঠাকুরগাঁওবাসী।
আজ (বৃহস্পতিবার) দুপুরে, শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তরা বলেন, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ ৪ জেলার করোনার নমুনা পরীক্ষা করা হয় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
কিন্ত সেখানে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। এ অবস্থায় ঠাকুরগাঁওসহ অন্যান্য জেলা হতে প্রতিদিন যেসব নমুনা পাঠানো হয় তা সময়মতো পরীক্ষা না হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে অনেক রোগীকে। তাই অতি দ্রুত এ জেলায় পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি