কুষ্টিয়ায় ঘোষিত রেড জোনে লকডাউন কার্যকরে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে কুষ্টিয়া পৌরসভা এলাকায় এ লকডাউন শুরু হয়।
আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই কুষ্টিয়া শহর ও পৌর এলাকায় নিত্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান শপিংমল, অফিস আদালত বন্ধ করে দেয়া হয়। শহরের প্রত্যেকটি প্রবেশ মুখে পুলিশ বেরিক্যাড দিয়ে অবস্থান নিয়েছে। কোন ধরনের যানবাহন শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
অপ্রয়োজনে যারা বাড়ী থেকে বের হয়েছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে, কুষ্টিয়া মডেল থানায় জীবানুনাশ করতে ওয়াশ রুম স্থাপন করা হয়েছে। যা আজ সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত উদ্বোধন করেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি