ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খরমপুরস্থ হাজার বছরের ঐতিহ্যবাহী হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রা:) প্রকাশ্য শাহপীর কল্লা শহীদ দরগাহ শরীফের বাৎসরিক ওরস এর পঞ্চম দিনে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনগত রাত ১২ টায় মাজার শরিফের পুরাতন মসজিদের বারান্দায় সীমিত সংখ্যক মানুষ নিয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। মাজার কমিটির কয়েকজন সদস্য, স্বল্পসংখ্যক খাদেম, মাজারের হেফজ ও এতিম খানার ছাত্ররা মোনাজাতে অংশ নেয়। দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন খরমপুর মাজার শরিফ জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ লুতফুর রহমান খান খাদেম।
জানা যায়, শাহপীর কল্লা শহীদ দরগাহ শরীফের বাৎসরিক ওরস প্রতিবছর ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সাতদিন অনুষ্ঠিত হয় কিন্ত এ বছর করোনা ভাইরাসের কারনে প্রশাসনের পরামর্শে মাজার কমিটির সিদ্ধান্তে ওরশ উদযাপিত হয় নি। মাজার কমিটির সদস্যরা ওরসের আচার অনুষ্ঠান সম্পাদন করেন।
বিশেষ মোনাজাতে অংশ নিতে হাজার হাজার ভক্ত-আশেকান ধর্মপ্রাণ মানুষ মাজার শরীফে উপস্থিত হতেন। কিন্তু এ বছর ভিন্ন এক পরিবেশে এ মোনাজাত অনুষ্টিত হয়। কমিটির পক্ষ থেকে ভক্ত-আশেকানসহ সাধারণ মানুষকে এ বছর ওরশে না আসার জন্য অনুরোধ করা হয়। এজন্য ভক্ত-আশেকানরা মাজারে আসেননি। তাই মোনাজাতে ভক্ত-আশেকানদের উপস্থিতি ছিল না। মোনাজাতে অংশ নেন,আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী, মাজার কমিটির সম্পাদক ছালেহ নেওয়াজ খান খাদেম এবং কমিটির সদস্যবৃন্দ।
মাজার কমিটির সদস্য হান্নান খাদেম জানান, করোনা ভাইরাসের কারণে এ বছর ওরস উদাযাপিত হয়নি। রীতি অনুযায়ী ওরসের পঞ্চম দিন সীমিত পরিষরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি