চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্থানীয় সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়েছে। এ বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, দেশের আটটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আর কোনোটিতে সভাপতি পদে সাংসদ ছাড়া অন্য কেউ দায়িত্ব পালনের নজির নেই। চট্টগ্রামেও ব্যতিক্রম না রেখে স্থানীয় সাংসদ হিসেবে শিক্ষা উপমন্ত্রীকে দায়িত্ব দেয়ার বিষয়টি ইতিবাচক এবং অর্থবহ।