গাইবান্ধার ফুলছড়িতে সিমেন্টবোঝাই একটি ট্রাক ব্রিজ ভেঙ্গে পানিতে পড়ে জাহাঙ্গীর আলম নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। তবে, চালকের মৃতদেহ আটকে রয়েছে ডুবে যাওয়া ট্রাকে।
আজ (সোমবার) সকালে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের বাদিয়াখালী-কালিরবাজ সড়কের ছালুয়া বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিমেন্টবোঝাই ট্রাকটি ঢাকা থেকে ফুলছড়ি কালিবাজার উদ্দেশ্যে আসার পথে ছালুয়া ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে পানিতে পড়ে যায়। এসময় চালকের সহকারী ট্রাক থেকে বের হতে পারলেও চালক বের হতে পারেননি।
এদিকে, ব্রিজটি ভেঙে পড়ায় ফুলছড়ি উপজেলার সাথে কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি