শহরের মসজিদ মার্কেটে রবিবার রাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে।
আহত আব্দুস সালাম বড়গাছা এলাকার মুদি ব্যবসায়ী। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সালাম রাত সাড়ে ৯টার দিকে মসজিদ মার্কেটে বসে ছিলেন। এ সময় মাস্ক পরা অজ্ঞাত দুই যুবকের সাথে তার তর্কবিতর্ক হয় এবং পরে তারা সালামকে কুপিয়ে জখম করে।
রক্তাক্ত সালাম মার্কেটের ভেতর থেকে বের হয়ে এলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কারণ অনুসন্ধান ও অপরাধীদের আটক করতে অভিযান শুরু করেছে। সূত্র: ইউএনবি