সিলেট বিভাগের চার জেলায় নতুন করে ১০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ৮০ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, হাসপাতালের ল্যাবে নতুন যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে সিলেটে ১৯, সুনামগঞ্জে চার, হবিগঞ্জে দুই ও মৌলভীবাজারের একজন রয়েছেন।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শুক্রবার তাদের ল্যাবে ৪৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সুনামগঞ্জের ৩১, হবিগঞ্জের ১১, মৌলভীবাজারের ১৬ ও সিলেটের ২২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার রাত পর্যন্ত বিভাগে মোট করোনা আক্রান্ত ১১ হাজার ৮৫৩ জনে দাঁড়িয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬ হাজার ৩৪৬, সুনামগঞ্জে ২ হাজার ২২২, হবিগঞ্জে ১ হাজার ৬৫৯ ও মৌলভীবাজারে ১ হাজার ৬১৬ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৭, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ২০ জন মারা গেছেন। সূত্র: ইউএনবি