মেহেরপুরের গাংনী ‘লক্ষীনারায়নপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ আঙ্গিনায় রাখা মিকচার মেশিন ও বিটুমিন পোড়ানোর সরঞ্জামাদিা কিছুটা সরিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস হেলাল এন্টারপ্রাইজ। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসনের হস্তক্ষেপে মালামাল সরিয়ে নেয় প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী হেলাল উদ্দিন। এর ফলে, আবারো বিদ্যালয়ে ফিরতে শুরু করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা যায়, বেশ কিছুদিন ধরে উপজেলার লক্ষীনারায়নপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনা দখল করে জুতা, স্যান্ডেল ও প্লাস্টিক দিয়ে বিটুমিন জ্বালানোর কাজ করে আসছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস হেলাল এন্টারপ্রাইজ। এর ফলে, বিঘতা ঘটে দুর্গন্ধযুক্ত বিষাক্ত কালো ধোয়ায় শিক্ষক-শির্ক্ষাথীদের পাঠদানে। তবে, ইতোমধ্যে বিদ্যালয়ের সামনে থেকে সকল সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার কথা জানান ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস হেলাল এন্টারপ্রাইজ।
এদিকে, লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিদ্যালয়ের সামনে থেকে সকল মালামাল সরিয়ে নিতে মের্সাস হেলাল এন্টারপ্রাইজকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল।
নিউজ ডেস্ক / বিজয় টিভি