ঝিনাইদহে শৈলকুপা উপজেলা থেকে নিখোঁজ হওয়ার চারদিন পর সুজন (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে শৈলকুপা পৌরসভার হাজামপাড়া-আউশিয়া গ্রামের ধানক্ষেতের বোরিং ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আটক তিনজন হলেন- সাকিব (১৯), নাজমুল (১৮) ও হৃদয় (১৯)।
জানা যায়, পাওনা টাকা আনতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সুজন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সুজনের পরিবার শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করে। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাকিব ও নাজমুল নামে দু’জনকে আটক করে। পরে হৃদয় নামে আরও এক জনকে আটক করা হয়।
আটক তিন যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হাজামপাড়া-আউশিয়া গ্রামের ধানক্ষেতের বোরিং ঘর থেকে মাটিচাপা অবস্থায় ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সুজন আউশিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থের জন্য এ হত্যাকাণ্ড তারা ঘটাতে পারে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি