মনোমুগ্ধকর পরিবেশ ময়মনসিংহের সীমান্তবর্তি এলাকা ধোবাউড়া ঘোষগাঁও গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য লিলাভুমি নেতাই নদের কুল ঘেষা প্রধানমন্ত্রী দেওয়া আশ্রয়ন প্রকল্প-২ এর মাটি ভরাটে কাজ সম্পন্ন হয়েছে। এতে ১ একর ৯২ শতাংশ জমির মধ্যে ৫০টি পরিবারের জন্য ৫টি ইউনিটে ১০ টি করে ঘর স্থাপন করা হবে। প্রকল্পটির চার পাশে নদীর কুলঘেষে ব্লকবাটি করে দিলে স্থানটি পর্যটন এলাকা হিসেবেও বেশ পরিচিত হবে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে প্রকল্প সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ শামছুল হক বলেন, প্রকল্পের পাশেই নেতাই নদে মাছ ধরা থেকে শুরু করে ভারতের মেঘালয় থেকে আশা পাথর সংগ্রহ ও বালু উত্তোলন করে জীবিকা নির্বাহের ব্যাপক সুবিধা পাবে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা।
সরকারের এই উদ্দোগকে স্বাগত জানিয়ে পার্শ্ববর্তি ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, নেতাই নদের পারের এই আশ্রয়ন প্রকল্পটি দেখলে মনে হয় এটি পর্যটন এলাকা। সরকারী সহযোগিতা পেলে এই এলাকাটি দর্শনীয় স্থান হিসেবে বেশ পরিচিতি লাভ করবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি