টাঙ্গাইলের কালিহাতীতে এক রশিতে ঝুলন্ত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে, উপজেলার রাজাফৈর পল্টন পাড়া এলাকা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, আলেয়া বেগম ও শাহজাহান।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ রাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা গোপনে বিয়ে করেছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোন অভিমানবশত এক রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তারা। তবে তদন্ত শেষে মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি