চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টরের ধাক্কায় দুই সহোদরসহ তিন জন নিহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কানসাট-চৌডালা সড়কের বেলালবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী দিলীপ কুমার রায় জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বালু ভর্তি একটি ট্রাক্টর গোমস্তাপুর অভিমুখে যাওযার সময় বিপরীত দিক থেকে আসা একটি সাইকেল ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোহেল এবং সাইকেল আরোহী জামিল ও কামিল মারা যায়।
পরে খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি আটক করেছে পুলিশ।
ডেস্ক নিউজ/বিজয় টিভি