নাটোরে ৯ দফা দাবীতে শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের নাটোর প্রেসক্লাবের সামনে শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদের ব্যানারে তারা এই কর্মসুচি পালন করে।
মানববন্ধনকালে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মিজান, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জাসদ নেতা অ্যাডভোকেট সুখময় রায় বিপ্লুসহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন একে একে রাষ্ট্রীয় পাটকলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। চিনিকলগুলো বন্ধের পাঁয়তারা চলছে। এ অবস্থায় বক্তারা শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় চিনিকল ও পাটকলসহ সকল কারখানা রক্ষায় করোনাকালীন সুরক্ষা, গণতান্ত্রিক শ্রম আইন, ন্যায্য মজুরী ও ট্রেড ইউনিয়ন রক্ষাসহ ৯ দফা দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বক্তব্য রাখেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি