নাটোরের একটি ছাত্রী নিবাস থেকে মৌমিতা আক্তার (২৫) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ওই কলেজ ছাত্রীর মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ ।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের দক্ষিণ বড়গাছা এলাকার একটি ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে। মৃত মৌমিতা আক্তার সিংড়া উপজেলার আয়েস গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও ওই ছাত্রী নিবাসের অন্য ছাত্রীরা জানান, মৌমিতা আক্তার নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃদুলা ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতো। সে বনপাড়া ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজের শেষ বর্ষের ছাত্রী ছিল।
বৃহস্পতিবার সারাদিন তাকে দেখতে না পেয়ে অন্য ছাত্রীরা মৌমিতার কক্ষে তার খোঁজ নিতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজার ফাঁক দিয়ে কক্ষের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ছাত্রী নিবাসের মালিককে বিষয়টি জানায়।
খবর পেয়ে মালিক পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা কেটে মৌমিতার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, মৌমিতার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়না তদন্ত শেষে এবং ঘটনার তদন্ত করে বিষয়টি জানা যাবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি