টেকনাফে মাদক মামলায় গ্রেফতার আসামিকে ছিনতাইকালে দু’পক্ষের গোলাগুলিতে খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (০৬ জানুয়ারি) সকালে, বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান।
তিনি জানান, গতরাতে মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি শামসুল আলমকে গ্রেফতার করে পুলিশ। এ সময় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে হঠাৎ তার লোকজন অস্ত্র নিয়ে মিঠাপানির ছড়া বাজারে শামসুকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় গোলাগুলিতে তিন পুলিশ সদস্য আহত হন।
এছাড়া, দু’পক্ষের গোলাগুলিতে খোরশেদ আলম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান।