নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া পৌরসভার নির্বাচন। নির্বাচনকে কন্দ্রে করে শেষ মুর্হূতে জমে উঠেছে প্রচার-প্রচারনা।
পুরো রায়গঞ্জ ও উল্লাপাড়া পৌর এলাকার অলিগলি ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার আর ব্যানারে। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দীর্ঘদিন পর ভোট হওয়ায় ভোটারদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।