চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২১ জনের দেহে ভাইরাসের উপস্থিতি মিলেছে। সংক্রমণ হার ১ দশমিক ৭১ শতাংশ। এ দিন করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর পাঁচটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গতকাল শনিবার চট্টগ্রামের ১ হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ২১ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ২০ জন ও ফটিকছড়ির ১ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৩৩ হাজার ৪৪৪ জন। এর মধ্যে শহরের ২৬ হাজার ১২৪ জন ও গগ্রামের ৭ হাজার ৩২০ জন।
গতকাল করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ৩৬৯ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ২৬৮ জন ও গ্রামের ১০১ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৩৬ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৩১ হাজার ৫০ জনে উন্নীত হয়েছে।
এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ২৭০ জন এবং ঘরে থেকে ২৬ হাজার ৭৮০ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ৫ জন ও ছাড়পত্র নেন ১০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ২২ জন।