বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে স্মরণ সভা করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে স্মরণ সভা করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে)।
শুক্রবার (৮ মার্চ) রাত ৮টর দিকে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার প্রেসক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু তাহের চৌধুরী।
এসময় স্মৃতিচারণ করেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সভাপতি বদিউল আলম, সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারি, বিএফইউজের সদস্য এডভোকেট আয়াছুর রহমান, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবদুল কুদ্দুস রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সদস্য বিশ্বজিত সেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, দীপক শর্মা দীপু, কক্সবাজার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাসানুর রশীদসহ অনেকেই।
স্মরণ সভায় বক্তারা বলেন, ‘সারা দেশে সংবাদ ও সাংবাদিকতার মান নিয়ে কাজ করতেন শাহ আলমগীর। তিনি ঢাকার বাইরেও কর্মরত মফস্বল সাংবাদিকদের এক কাতাওে আনার জন্য কাজ করেছেন। প্রয়াত শাহ আলমগীর সাংবাদিকদের গুনগত মান উন্নয়নে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে কাজ করে গেছেন। এজন্য তিনি সাংবাদিকদের শিক্ষকও বটে। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজের অপুরণীয় ক্ষতি হয়েছে’। স্মরণ সভায় মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক শামশুল হক শারেক। এছাড়াও শাহ আলমগীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি