নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ ) সকালে উপজেলার মৌখাড়া বাজার ও জোনাইল এলাকায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালাতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় লাইসেন্স নবায়ন না থাকায় ও মেয়াদ উত্তীর্ন ঔষধ সংরক্ষন সহ বিভিন্ন অপরাধে মৌখাড়া বাজারের শিখা ফার্মেসীকে ১৫ হাজার, জেলী ফার্মেসীকে ৪০ হাজার ও জোনাইল বাজারের সাথী ঔষধ বিতানকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নাটোর ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক মাখনুওন তাবাসসুম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, জনগনকে সচেতন ও সতর্ক করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে, প্রয়োজনে আগামী দিনে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে।