সুন্দরবন থেকে ৪ হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা।
বুধবার (১৭ মার্চ) সকালে শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের পক্ষিরদিয়া চর থেকে তাদের আটক করা হয়।
পরে আজ বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে বন বিভাগ।
বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা তাদের আওতাধীন পক্ষিরদিয়া চরে অভিযান চালিয়ে ওই চার হরিণ শিকারিকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ইঞ্জিন চালিত দুইটি নৌকা, তিনশত ফুট নাইলনের ফাঁদ, দুইটি চিংড়ি ধরা জালসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।