চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৬ রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৭৩ জন করোনা পজিটিভ শনাক্ত হন। সংক্রমণ হার ১৯ দশমিক ৮২ শতাংশ। এদিকে, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার অতিক্রম করেছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল বুধবার চট্টগ্রামের ২ হাজার ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৪৭৩ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এর মধ্যে শহরের বাসিন্দা ৩৯০ জন ও উপজেলার ৮৩ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৪৩ হাজার ১৮৮ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৩৪ হাজার ৫৮৪ জন ও গ্রামের ৮ হাজার ৬০৪ জন।
গতকাল করোনায় আক্রান্ত ৬ রোগীর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা এখন ৪০৬ জন। এতে শহরের বাসিন্দা ২৯৯ জন ও গ্রামের ১০৭ জন।
সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৬৬ জন। ফলে মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৩৪ হাজার ৫৪৬ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৬৯৬ জন ও বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ২৯ হাজার ৮৫০ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ৪০ জন ও ছাড়পত্র নেন ২০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ২৮৪ জন।