চলতি মৌসুমে নাটোর জেলার কৃষকদের কাছ থেকে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে খাদ্য বিভাগ। আজ রোববার বেলা ১২টায় নাটোর সদরের খাদ্য গুদামে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, সরকার সরাসরি প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে ধান ও চাল কিনবে। এরফলে কৃষকরা তাদের উৎপাদনের ন্যায্যমূল্য পেয়ে উপকৃত হবেন। এ ক্রয় কার্যক্রমে সুযোগ সন্ধানী মধ্যস্বত্ত্বভোগীদের উপস্থিতি রোধ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা বাসস’কে জানান, চলীত মৌসুমে জেলায় ২৭ টাকা কেজি দরে ছয় হাজার ৫৮ টন ধান এবং ৪০ টাকা কেজি দরে ১৩ হাজার ৩৭০ টন চাল ক্রয় করা হবে। আগামী ১৬ আগষ্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে।