সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে গাঁজা-দেশীয় মদসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার জন রানা।
তিনি আরো জানান, গতকাল সন্ধ্যায় উত্তরবঙ্গগামী মহাসড়কের কামারখন্দ থানাধীন চর ঝাঐল পশ্চিমপাড়া এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫শ গ্রাম গাঁজাসহ হাফিজুর রহমান ও তার স্ত্রী রহিমা বেগমকে আটক করা করা হয়।
একইদিন বিকেলে তাড়াশ উপজেলার নিমগাছি ভিকমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮.৮ লিটার দেশীয় চোলাই মদসহ ভুট্টু মিয়া ও আব্দুস সামাদকে আটক করা হয়।