সিরাজগঞ্জে পৃথক অভিযানে অবৈধ কারেন্ট জাল ধংস, চায়না জাল তৈরির কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৭ জুলাই) দুপুরে জেলার তাড়াশ উপজেলার বিনসাড়া হাট ও উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এসব অভিযান চালানো হয়। এ সময় অবৈধ জাল কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, হাটিকুমরুল নবরত্মপাড়া গ্রামে কারেন্ট জালের আদলে অবৈধ চায়না জাল উৎপাদন করে গোটা চলনবিল এলাকায় বিক্রি করে আসছিলেন ইশ্বর কুমার নামে এক ব্যক্তি। গোপন সংবাদে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করা হয়। এসময় প্রায় ১১ লাখ টাকার জাল উৎপাদন সামগ্রী জব্দ করা হয় ও ৫ লাখ টাকা মূল্যের জাল পুড়িয়ে ফেলা হয়। পরে কারখানা মালিক ঈশ্বর কুমারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ জানান, উপজেলার বিনসাড়া হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে কারেন্ট জাল বিক্রেতারা পালিয়ে যান। পরে সেখান থেকে ৫ বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জাল স্থানীয়দের সামনেই পুড়িয়ে ফেলা হয়।