গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ করোনায় ও ৮ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
শুক্রবার (৯ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহের চারজন, নেত্রকোণার দুইজন। উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহের পাঁচজন, শেরপুরের দুইজন এবং টাঙ্গাইলের একজন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটের আইসিইউ’র ২০ জনসহ মোট ৩৮৬ রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৫১ জন ও সুস্থ্য হয়েছেন ৪৪ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেলের পিসিআর ল্যাব এন্টিজেন টেষ্টে ৬৬৯ নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮৭ জন করোনা শনাক্ত হয়েছেন।