লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম টুকলু (৩৪) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (২৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার দহগ্রাম সীমান্তের ১নং মেইন পিলার থেকে ভারতের ১০০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। টুকলু উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। টিকলুর মরদেহ ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার ভোররাতে সীমান্ত পেরিয়ে সাত-আটজন ভারতের অভ্যন্তরে যান। এ সময় বিএসএফের টহল দলের গুলিতে রবিউল ইসলাম টুকলু নিহত হন। খবর পেয়ে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ভোররাতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের সুবেদার আমানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।