যুবকদের উদ্দেশে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান বলেছেন, তোমরা দেশ গড়ার জন্য যেমন কাজ করেছ, তোমাদের নিজেদের গড়ার জন্য তেমন কাজ করতে হবে। একটি সুস্থ জীবনযাপন করতে হবে। মাদককে না বলতে হবে। কিশোর গ্যাংকে না বলতে হবে। আমরা কিশোর গ্যাংকে কুষ্টিয়াতে থাকতে দেব না।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালেক্টরেট চত্বরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডিসি তৌফিকুর রহমান বলেন, কেউ যদি একটি দেশের মাতৃভাষা কেড়ে নিতে চায় সেই মাতৃভাষার ভাষাভাষীদের যে কত কষ্ট হয় সেটা আমরা জানি। আমাদের ছাত্ররা সেদিন ১৪৪ ধারা ভঙ্গ করে, ঢাকার রাজপথ তাদের রক্তে রঞ্জিত করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ঢাকা মেডিকেলের ছাত্ররাসহ ঢাকার আপামর জনগণ কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমেছিল মুখের ভাষা রক্ষা করার জন্য। সেই ত্যাগ যে কত মহান ছিল, জাতিসংঘ পর্যন্ত তাকে স্বীকৃতি দিয়েছে। আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালিত হয়। নিজ নিজ মাতৃভাষাকে রক্ষা করার জন্য ভালোবাসার টানে সারা বিশ্বে পালিত হয়। আমাদের বাচ্চাদেরকে এই ইতিহাস জানতে হবে।
তিনি আরও বলেন, আমাদের ভাষার জন্য আমাদের ছেলেরা, ছাত্ররা, যুবকসহ দেশের আপামর জনগণরা কি পরিমাণে আত্মত্যাগ করেছিল। শহীদদের নাম আমরা সবাই জানি, যাদের নামে গান আছে, সালাম, বরকত, রফিক। শুধু তাদের নাম স্মরণ করলে হবে না। তাদের ত্যাগ অনুধাবণ করতে হবে। আমরা স্বাধীনভাবে আমার মায়ের ভাষায়, আমার মুখের ভাষায় কথা বলতে পারছি। কাজের জন্য আমরা ইংরেজি, আরবি অন্য যেকোনো ভাষা শিখতে পারি। কিন্তু জন্ম থেকে আমি যে ভাষায় চর্চা করে আসছি, সেটি আমার মায়ের ভাষা বাংলা ভাষা। আমরা আমার মায়ের ভাষাকে আরও বুকে ধারণ করব, এই দেশের ভাষাকে বুকে ধারণ করব। এদেশের উন্নয়নের জন্য সকলে কাজ করব।
এসময় আলোচনা সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।