বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকায় পারিবারিক কলহের জেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে শারমিন আকতার নামে এক গৃহবধু।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ভোররাতে পূর্ব চরণদ্বীপ এলাকায় পারিবারিক কলহের একপর্যায়ে শারমিন গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে ছুটে যান স্বামী সাইফুল। এ সময় দুইজনই অগ্নিদগ্ধ হন। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত উল্লাহ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি