টেকনাফে বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে মো. আয়াস নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
ভোররাতে জাদিমোড়াস্থ শিকলঘেরা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা বোঝাই নৌকা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে শিকলঘেরা এলাকায় অবস্থান নেয়।
এ সময় কয়েকজন লোক বোঝাই নৌকা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবি তাদের থামতে বললে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে বিজিবি’র ৩ সদস্য আহত হন। পরে বিজিবিও আত্মরক্ষার্থে গুলি চালায়।
এসময় নৌকায় থাকা অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয় আয়াস। পরে আয়াসকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি