ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুদ্ধাপরাধী-রাজাকারদের বিচারসহ ৯ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা জাসদের উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ মহাসনগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ৯ দফা দাবি তুলে ধরেন। ফুলবাড়িয়ার বর্তমান সাংসদকে যুদ্ধাপরাধী উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে জঙ্গি ও জঙ্গীদের বর্জন-প্রতিহত করতে হবে। এছাড়াও ফুলবাড়িয়ার উন্নয়নে তিনি বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. সাদিক হোসেন, উপজেলা জাসদের সভাপতি আব্দুর রহমান সরকার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে জাসদের নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি