গুগল এবং স্ন্যাপচ্যাটের পর এবার স্মার্ট গ্লাস নিয়ে এলো ফেসবুক।
এ স্মার্ট চশমা দিয়ে ফোন করা যাবে আবার শুনতে পারবেন গানও। এছাড়া স্ক্রিনে দেখে নেয়া যাবে নানা তথ্য।
এতে আরো রয়েছে ক্যামেরা। চোখের সামনে যা দেখছেন, সেই ছবিই তুলে নিতে পারবে চশমা। সেখান থেকে লাইভ স্ট্রিমও করা যাবে।
বিশ্বখ্যাত চশমার ব্র্যান্ড রে-ব্যানের সঙ্গে কোলাবরেশন করে এমনই স্মার্ট গ্লাস এনেছে ফেসবুক।
আপাতত ২০টি ডিজাইনের স্মার্ট গ্লাস তৈরি হয়েছে। আমেরিকা ও ইংল্যান্ডের পাশাপাশি এই চশমা পাওয়া যাচ্ছে ইটালি, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কানাডায়।