গতকাল শনিবার গাজীপুরের কাপাসিয়ায় দিনব্যাপী উপজেলার দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, পরিচালনা পরিষদ ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে বাংলাদেশের প্রচলিত শিক্ষাদান পদ্ধতির সঙ্গে অস্ট্রেলিয়ার শিক্ষা পদ্ধতির তুলনামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলা একাডেমী অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত কর্মশালায় পরিচালক আনোয়ার আকাশ সেখানকার শিক্ষা পদ্ধতির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। এতে প্রধান অথিতির বক্তব্যে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি বলেন, পৃথিবীর প্রতিটি উন্নত দেশে আনন্দের সাথে শিশু-কিশোরদের পাঠ দান করা হয়। প্রত্যেকটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ। সমাজকে বদলে দিতে হলে দেশপ্রেমে উজ্জ্বীবিত ভালো মানুষের কোনো বিকল্প নেই।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বঙ্গতাজের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ রিপি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আজগর রশিদ খাঁন, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান,প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি