বরাবরের মতোই ঠান্ডা মাথার মানুষ বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে হঠাৎ করেই মেজাজ হারিয়ে সংবাদের শিরোনাম তিনি। শুধু তাই নয়, বিরক্ত হয়ে হাত জোর করে বলেন, অনেক হয়েছে, এবার থামুন।
কিন্তু কী কারণে মেজাজ হারালেন অভিনেত্রী? গত বছর জুন মাসে প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। এরপর ভিন্নধর্মী স্বামীকে নিয়ে বেশ কথাও শুনতে হয়েছে তাকে। যদিও এসব নিয়েও তাকে কখনো মেজাজ হারাতে দেখা যায়নি। তবে এবার সত্যিই রাগ করলেন অভিনেত্রী। মুম্বাইয়ের একটি অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া ভিডিও থেকেই জানা গেল বিস্তারিত।
সে ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রবেশ করছেন সোনাক্ষী সিনহা। তখনই এক ছবি শিকারি অভিনেত্রীকে অনুসরণ করতে শুরু করেন। শুরু হয় একের পর এক ছবি তোলা।