সালমান খানের জীবনে প্রথম ব্লকবাস্টার সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’। এর আগে তিনি ‘ম্যানে পেয়ার কিয়া’ করেছিলেন, তবে ‘হাম আপকে হ্যায় কৌন’র মতো জনপ্রিয়তা পাননি।
হাম আপকে হ্যায় কৌন সিনেমার পর সালমানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে গেছেন তিনি।
তবে ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমা নিয়ে শুরুতে নাকি বেজায় আপত্তি করেছিলেন মাধুরী দীক্ষিত। কারণ ছবিতে তাকে প্রথমে তাব্বুর চরিত্র করতে বলা হয়েছিল। যেই চরিত্রে সালমান খানকে পায়ে হাত দিয়ে মাধুরীকে প্রণাম করতে হতো। সেটা চাননি মাধুরী। কারণ তখন মাধুরী বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। পরিচালকদেরও পছন্দের শীর্ষ অভিনেত্রী।
অন্যদিকে সালমান কেবলই ক্যারিয়ার শুরু করেছেন। ঝুলিতে খুব বেশি সুপারহিট সিনেমাও ছিল না। সব মিলিয়ে নবাগত একজন অভিনেতার পায়ে হাত দিয়ে প্রণাম করতে রাজি হননি মাধুরী।
শোনা যায়, সালমান খান তখন মাত্র ৫০০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে এই ছবি করেছিলেন। এরপর থেকেই সিনে দুনিয়ায় চাহিদা বাড়ে অভিনেতার। ৫ হাজার টাকা পারিশ্রমিক থেকে কোটির অঙ্কে চলে যান ভাইজান।
ক্যারিয়ারে অসংখ্য ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন সালমান খান। তবে ‘হাম আপকে হ্যায় কৌন’ ছিল বলিউডে ভাইজানের প্রথম সুপারহিট সিনেমা, যা দিয়েই বলিপাড়ায় নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি।