১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জওয়ান্দা । বুধবার (৮ অক্টোবর) মোহালির ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩৫ বছর বয়স হয়েছিল এ গায়কের।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের বাদ্দির কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পান রাজবীর।
তখন জানা যায়, সড়কে একটি গবাদি পশুর সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তবে এদিন তার অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং পাঞ্জাবি বিনোদন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে।
চিকিৎসকদের মতে, রাজবীরের স্নায়বিক অবস্থায় সংকটজনক, মস্তিষ্কের কার্যকলাপ খুবই কম সক্রিয় এবং নিবিড় চিকিৎসা সেবায় রাখার পরও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। দুর্ঘটনার পরই তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানানো হয় এবং হাসপাতালে ভর্তির পর থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।
২০১৪ সালে মুন্ডা লাইক মি একক গান দিয়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন রাজবীর। তারপর প্রাণবন্ত কণ্ঠ এবং পাঞ্জাবি গর্ব ও সংস্কৃতি উদযাপনের গানের জন্য অল্প সময়ে খ্যাতি অর্জন করেন।
এক দশকের ক্যারিয়ারে ‘তু দিস পেন্দা’, ‘খুশ রেহা কর’, ‘সর্দারী’, ‘সার্নাম’, ‘আফরিন’, ‘ভূমি মালিক’, ‘ডাউন টু আর্থ’ ও ‘কাঙ্গানি’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন এ গায়ক। ২০১৮ সালে গিপ্পি গ্রেওয়াল অভিনীত পাঞ্জাবি সিনেমা ‘সুবেদার জোগিন্দর সিং’, ও ২০১৯ সালে ‘জিন্দ জান’ ও ‘মিন্দো তাসিলদারনি’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে।