স্বনামে ভাস্বর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমার ক্যানভাসে সবসময় ভিন্ন ভাবনার গল্পকথন ও নির্মাণের মুন্সিয়ানাতে নিজেকে করেছেন দর্শক সমাদৃত। নাটক, সিনেমা সব মাধ্যমেই তুলে এনেছেন নিজস্ব ভাষা।
মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ছবি ব্যাচেলর থেকে শুরু করে মেড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়াবিদ্যা, ডুব শিরোনামের ছবিগুলোতে ফারুকী মেলে ধরেছেন তার সিনেমার নিজস্ব ধারা।
নির্মাতা ফারুকী তার ফিল্মি ক্যারিয়ারে চমক আনেন ‘ডুব’ সিনেমার মাধ্যমে। কেননা এই ছবিতে প্রখ্যাত বলিউড অভিনেতা ইরফান খান অভিনয় করেন। একইসঙ্গে ছবিটির প্রযোজনাতেও যুক্ত ছিলেন এই বরেণ্য অভিনেতা।
তবে ‘ডুব’ বাদে ফারুকীর বেশীরভাগ ছবির প্রযোজক হিসেবে ছিলেন ফরিদুর রেজা সাগর। ফারুকীর প্রথম ছবি ব্যাচেলর যার প্রযোজক হিসেবেও ছিলেন ইমপ্রেস টেলিফিল্মসের ফরিদুর রেজা সাগর।
এবার জানা গেল, নির্মাতা ফারুকীর ইংরেজি ভাষার ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিতে যুক্ত হয়েছেন ফরিদুর রেজা সাগর। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ভারতের পর যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ ছবিতে যুক্ত হলেন তিনি।
সম্প্রতি এ ছবিতে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এ আর রাহমান। এ ছবিতে শুধু সংগীত পরিচালক হিসেবেই নন, তিনি আছেন সহপ্রযোজক হিসেবেও।
ফারুকী জানান, নো ল্যান্ডস ম্যান ছবিটির এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই বছরের মধ্যে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, বাংলাদেশের তাহসান খান ও অস্ট্রেলিয়ার মেগান মিশেল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি