গেন্দা ফুলের স্রষ্টা রতন কাহারকে নিয়ে নতুন রূপে ফিরছে ‘গেন্দা ফুল’। মজার ব্যাপার হলো শুধু গানই গাননি, ৮৫ বছরেও পাল্লা দিয়ে নেচেছেন দেবলীনা-জ্যাকলিনের সঙ্গে। বাদশার র্যাপের সঙ্গেই মিশে গিয়েছে বাংলার লোকগান, ছৌ নাচ। আর এই ব্যাপারটিকে সত্যি করেছেন বিক্রম ঘোষ এবং পরিচালক অরিন্দম শীল।
সনি মিউজিকের তরফে বিক্রম ঘোষের কাছে লকডাউনের পর একটি অফারে বলা হয়, `গেন্দা ফুল`-এর একটি তবলা বিট মিক্স করতে চায় তারা। প্রথমে বিক্রম বিষয়টি শুনে বেশ অবাক হয়ে যায় তবে তখনি তিনি ঠিক করেন এইবার তবলা মিক্সে গানটি রতন কাহারকে দিয়েই গাওয়াবেন তিনি।
রতন কাহারের সাথে কথা বলতেই তিনি রাজি হয়ে যান। গানের শুটিং করতে ৮৫ বছর বয়সেও শিউড়ি থেকে কলকাতা যান রতন কাহার। বিক্রম ঘোষের বেহালার বাড়িতে গানটি শুটিং করা হয়।
এই নতুন ভিডিয়োতে যোগ করা হয়েছে অন্তরা। সেই অন্তরা লিখেছেন সুগত গুহ। গেয়েছেন ইমন। পুরো ভিডিওতেই বাদশা-জ্যাকলিন ১০ শতাংশ। আর বাকি ৯০ শতাংশ জুড়ে রতন কাহারের গান-নাচ, বিক্রম ঘোষের তবলা, ইমনের কণ্ঠ এবং অরিন্দম শীলের পরিচালনা। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ পাবে গানটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি