বুধবার টেন্ট্র ব্রিজে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২০৩ রানের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। এ জয়ে ৫ টেস্টের এই সিরিজে নিজেদের আশা এখনও বাঁচিয়ে রেখেছে বিরাট কোহলির দল।
দুর্দান্ত এই জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক কোহলি। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও।
তবে সেই সাথে আরেকটি মাইলফলকও অতিক্রম করেছেন এই সুপারস্টার ক্রিকেটার। অধিনায়ক হিসেবে টেস্ট জয়ে ছাড়িয়ে গেছেন সৌরভ গাঙ্গুলীকে। কোহলি এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট জয়ী অধিনায়ক। তার সামনে আছেন কেবল মহেন্দ্র সিং ধোনি।
বিজয় টিভি/ নিউজ ডেস্ক