চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি ফুটবল তারকা ডিয়েগো ম্যারাডোনা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজ জন্মস্থান বুয়েন্স আইরেসের উপকণ্ঠে অবস্থিত বেলা ভিস্তা সমাধিস্থলে বাবা-মায়ের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়েছে। খবর বিবিসির।
এর আগে, ম্যারাডোনার মরদেহ রাখা হয় প্রেসিডেনশিয়াল প্যালেস কাসা রোসাডাতে। চিরনিদ্রায় শায়িত হবার আগে শেষবার ম্যারাডোনাকে দেখতে কাসা রোসাডায় ভক্তদের ঢল। সেখানে তিনদিন শ্রদ্ধা নিবেদনের জন্য রাখার কথা ছিলো। তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবারই তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে বুয়েন্স এইরেসে ফুটবল জাদুকর ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে আসা ভক্তদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষের হয়। প্রেসিডেন্ট প্রাসাদে মরদেহ দেখতে আসা দর্শণার্থীদের ঢোকা বন্ধ করে দেয়াতেই এ ঘটনা ।
বুধবার (২৫ নভেম্বর) রাতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে নিজ বাসায় হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফুটবল এ মহানায়ক। মাত্র কয়েকদিন আগেই রক্তক্ষরণজনিত কারণে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।
ডেস্ক নিউজ/বিজয় টিভি