‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ স্লোগানে দুর্নীতি প্রতিরোধে লক্ষীপুরে এক মতবিনিময় সভা হয়েছে।
বুধবার বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়। রামগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমসহ অন্যরা। পরে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি