দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় এমডি হাবিব উদ্দিন আহমেদসহ তিন কর্মকর্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে বাকি ২০ জনের জামিন মঞ্জুর করা হয়েছে।
বুধবার দুপুরে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঁইয়া এ আদেশ দেন। খনি থেকে ২৪৩ কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। চার্জশিটে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ১৯ জুলাই পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৭২৭ দশমিক ৯৯ টন কয়লা আত্মসাত করে। এ ঘটনায় ২০১৮ সালের ২৪ জুলাই বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির পক্ষে ম্যানেজার মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে ১৯ জনকে আসামি করে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি