মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার আলোচিত বেচু বেপারী ব্রীজ সহ ৬টি ব্রীজ ৪টি মসজিদ, একটি কলেজের মাঠ ও একটি সড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী’র বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যেদিয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে উক্ত উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করা হয়।
এসময় চরকাতলা গ্রামে স্থানীয় জনতার সাথে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তার কালামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী’র বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
বিশেষ অতিথি ছিলেন রমজানপুর এলাকার ইউপি চেয়ারম্যান ইউনুস আলী বেপারী, রমজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক রাঢ়ি, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, জাকির হোসেন মোল্লা, ইউপি সদস্য মোস্তফা সরদার, সাঈদ মাসুদ রানা সহ স্থানীয় নের্তৃবৃন্দ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি