চট্টগ্রামে নতুন ১০৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার ৫ দশমিক ৫০ শতাংশ। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার নগরীর সাতটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১০৭ জনের মধ্যে শহরের বাসিন্দা ৯৭ জন এবং পাঁচ উপজেলার ১০ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৫ জন,সীতাকু-ে ২ জন এবং ফটিকছড়ি, লোহাগাড়া ও বাঁশখালীতে ১ জন করে রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩৫ হাজার ৩৯৭ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ২৭ হাজার ৮২২ জন ও গ্রামের ৭ হাজার ৫৭৫ জন।
গতকাল চট্টগ্রামে করোনায় কোনো রোগী মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ৩৭৫ জনই রয়েছে। এতে শহরের ২৭৫ জন ও গ্রামের ১০১ জন। সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন ৭০ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৩২ হাজার ৪৪৫ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নেন ৪ হাজার ৪৫০ জন এবং হোম আইসোলেশেনে থেকে ২৭ হাজার ৯৯৫ জন। হোম আইসোলেশনে নতুন যুক্ত হন ৩০ জন ও ছাড়পত্র নেন ১৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৯৬৮ জন।