1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. dcm01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
সিরাজগঞ্জে নারীদের প্রশিক্ষণের নামে টাকা নিয়ে উধাও - বিজয় টিভি
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে নারীদের প্রশিক্ষণের নামে টাকা নিয়ে উধাও

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে প্রতারণার ফাঁদ পেতে বিভিন্ন প্রশিক্ষণের নাম করে নারীদের নিকট থেকে হাজার হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে সেবা ট্রেনিং সেন্টার নামে একটি ভূয়া প্রতিষ্ঠানের পরিচালক ।

গত বুধবার (১০ মার্চ) রাতে শহরের দরগা রোডে অবস্থিত (মেডিনোভা হাসপাতালের) সামনে আব্দুল মালেকের বাসায় এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে এমন প্রতারণার শিকার হয়ে সেবা ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালককেই দায়ী করছেন ভুক্তভোগীরা।

প্রশিক্ষনের জন্য ভর্তি হওয়া শহরের হোসেনপুর সারিকা খাতুন ছন্দা, বাড়ির মালিকের মেয়ে রিমোনী, শহীদনগর মহল্লার মোছাঃ রাশিদা খাতুন, নতুন ভাঙ্গাবাড়ীর সাদিয়া খাতুনসহ একাধিক নারী অভিযোগ করে বলেন, সেবা ট্রেনিং সেন্টার নামে একটি সংস্থা সেলাই, কম্পিউটার প্রশিক্ষণের নাম করে তিন মাসের কোর্সে ভর্তি আবেদন ফরম বাবদ প্রথমে আমাদের নিকট থেকে জনপ্রতি দুই হাজার পঞ্চাশ টাকা করে নেন। এভাবে প্রায় ২৫০ জন নারী ভর্তি করানো হয়।

প্রায় ৫ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক মিজানুর রহমান। এমন ভুয়া সংস্থাটির পরিচয় এবং নাম ঠিকানা যাচাই বাচাই না করে শহরের দরগা রোডে অবস্থিত (মেডিনোভা হাসপাতালের) সামনে আব্দুল মালেক তার বাসায় ভাড়া দিয়েছে।

ভুক্তভোগীরা আরও জানান, গত ১ ফেব্রুয়ারী ২০২১ আমরা জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি দেখে পরিচালকের ০১৮২১-২২২৭৯৫ নাম্বারে যোগাযোগ করি। পরে তিনি আমাদেরকে অফিসে যোগাযোগ করতে বলেন। পরে অফিসে এসে বিস্তারিত আলোচনার মাধ্যমে ভর্তি হয়। তিনি আমাদের ৪৮ জনকে স্টাফ হিসেবে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া কথা বলে।

কমিশনের মাধ্যমে নারীদের ভর্তি করা জন্য বলেন। পরে আমরা বাকী ২শত জনকে ভর্তি করি। সেখানে বলা হয়েছে ভর্তি হলেই সেলাই মেশিন ফ্রি। কিন্তু ভর্তি হওয়ার ১ মাস পার হলেও আমাদের কোন নিয়োগপত্র ও নারীদের কোন সেলাই মেশিন দেয়নি।

বাড়ির মালিক আব্দুল মালেক জানান, সেবা ট্রেনিং নামের সংস্থাটি ভুয়া কিনা জানিনা, তবে তাদের দেয়া একটি লিপলেটে সরকার অনুমোদিত, লাইন্সেস নাম্বার-০০৪০১ লেখা রয়েছে। সেই অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে আমি ভাড়া দিয়েছিলাম।

তিনি আরো জানান, ভাড়া নেওয়ার সময় সেবা ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মিজানুর রহমান, পিতা মৃত আব্দুর রাজ্জাক মোল্ল্যা, মাতা-মেহেরুন্নেছা বেগম (মহরা), সাকিন ২০০-৭ (আমলীর টেক), পশ্চিম আগারগাও উত্তর অংশ, ডাকঘর মোহাম্মদপুর-১২০৭, মোহাম্মদপুর, ঢাকা সিটি কর্পোরেশন ঠিকানা দেয়। সেবা ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মিজানুর রহমান এর ব্যবহৃত ০১৮২১-২২২৭৯৫ নম্বরে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, বিষয়টি অবগত আছি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ জানান, বিষয়টি আমি শুনেছি। পুলিশকে অবগত করেছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
শীতার্তদের পৌনে ৭ লাখ কম্বল দেবে সরকার

শীতার্তদের পৌনে ৭ লাখ কম্বল দেবে সরকার

শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
কারও লাল চোখ দেখতে চাই না: জামায়াত আমির

কারও লাল চোখ দেখতে চাই না: জামায়াত আমির

শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
সবজির স্বস্তি মুরগি-চালে ম্লান

সবজির স্বস্তি মুরগি-চালে ম্লান

শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

এলপিজির নতুন দাম ঘোষণা

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

চিম্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.