মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শহরের রাস্তাঘাট থেকে নেমে গেছে বানের পানি। তবে নিম্নাঞ্চলে এখনও পানিবন্দি কয়েক হাজার মানুষ।
দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। স্থানীয়দের অভিযোগ, চাহিদার তুলনায় পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না তারা। তবে মনু নদীর পানি এখনও বইছে বিপৎসীমার ওপর দিয়ে।
এদিকে, লালমনিরহাটে তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে নদী ভাঙন। আদিতমারি উপজেলার মহিষখোচা ও গোবরধন এলাকায় বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন অনেকেই।
নিউজ ডেস্ক / বিজয় টিভি