টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একাধিক মামলার পলাতক আসামি আব্দুস সালাম নিহত হয়েছেন। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ বলেন, ভোরে উপজেলার নোয়াখালী জুম্মা পাড়া পাহাড়ের পাদদেশ এলাকায় মাদক ও মানবপাচারকারী মামলার কয়েকজন পলাতক আসামি অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ।
উপস্থিতি টের পেয়ে মাদক ও মানবপাচারকারী চক্রের সদস্যরা গুলি ছুঁড়লে পুলিশের তিন সদস্য আহত হন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে তারা কৌশলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সালামকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি