করোনার মন্দা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম। স্বস্তি ফিরেছে শ্রমিকদের মাঝে। আমদানি-রফতানি বাড়ায় বেড়েছে বন্দরের আয়ও।
করোনা পরিস্থিতিতে গত ২৬ মার্চ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়। আড়াইমাস সম্পূর্ণ বন্ধ থাকার পর ৮ জুন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শুরু হয় কার্যক্রম।
এরই মধ্যে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালু হওয়ায় পাথরসহ বিভিন্ন পণ্য আমদানির পরিমাণ বেড়েছে। এতে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমদানি বৃদ্ধির কারণে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৮০ কোটি ৩১ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ১৩০ কোটি ৫ লাখ টাকা।