এলপিজি’র দাম নির্ধারনে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ, বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে এ শুনানি হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে এ শুনানি।
আজকের মধ্যে আলোচনা শেষ না হলে ১৭ এবং ১৮ জানুয়ারিতেও শুনানির দিন ধার্য করা হয়েছে।
গত ২৯ নভেম্বর, গণশুনানির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করে প্রতিবেদন দাখিল না করায় কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট।
আদালত অবমাননার রুল থেকে বাঁচতে এলপিজির দাম নির্ধারণের উদ্যোগ নেয় কমিশন।