২০১৯ সালের মতো এবারও ব্যাংকের লভ্যাংশ ঘোষণায় সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যত মুনাফা হোক না কেন কোনো ব্যাংক আর ৩০ শতাংশের বেশি লভ্যাংশ দিতে পারবে না। শুধু ২০২০ সালের জন্য নয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আলোকে লভ্যাংশ দিতে হবে।
গতকাল বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সাকুর্লারে বলা হয়েছে, প্রভিশন সংরক্ষণসহ অন্যান্য খরচ বাদে যেসব ব্যাংক ১৫ শতাংশ বা তার বেশি মূলধন সংরক্ষণ করতে পারবে সেসব ব্যাংক তাদের সামর্থ্য অনুসারে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে।